পাহাড়তলীতে বেশি দামে ডিম বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ১ লাখ

বেশি দামে ডিম বিক্রি করার অপরাধে চট্টগ্রামের পাহাড়তলীতে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) নগরীর পাহাড়তলীর ডিটি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, বাজার ব্যবস্থা অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় বাজার মনিটরিং জরুরি হয়ে পড়েছে। এর ধারাবাহিকতায় ডিটি রোড এলাকার বাজারে ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, ওষুধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি জানান, অভিযানের সময় দেখা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি, ক্রয় ও বিক্রির ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছিল না। এসব অনিয়মের জেরে জান্নাত পোলট্রিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় মডার্ন পোল্ট্রি অ্যান্ড ফিড সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে পণ্যের বেশি দামে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় মিনহাজ মেডিসিন ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ফয়েজ উল্যাহ।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm