পাহাড়তলীতে টেলিভিশন বিস্ফোরণে বসতঘরে আগুন

চট্টগ্রামের পাহাড়তলীতে টেলিভিশন বিস্ফোরণে একটি বসতঘরে আগুন লেগে পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এমন বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাহাড়তলীর ঝাউতলা মাজার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আধ ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে টেলিভিশন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে আমরা ধারণা করছি। তবে এতে কেউ হতাহত হয়নি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm