পাহাড়তলীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পিস্তলসহ ২ যুবক আটক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ আলী গ্রুপ ও জাবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানার আব্দুল লতিফ সড়কের মাইট্যাইল্যা গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটক দুই যুবক হলেন—নগরীর হালিশহর এলাকার মোহাম্মদ আলী (২৪) এবং কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. সজল (২৪)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হালিশহরের মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে পাহাড়তলীর জাবেদ গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশএসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে বিদেশি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, একটি ছুরি পাওয়া যায়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm