পাসপোর্ট জমা দিয়ে জামিন পেলেন ঋণখেলাপি নারী ব্যবসায়ী

ঋণখেলাপি ও চেক প্রতারণা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের এক শিল্পপতির স্ত্রী মেহেরুন নেছা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের পৃথক পৃথক আদালত থেকে তিনি পাসপোর্ট জমা দিয়ে জামিন পেয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. সালাম আসামি মেহেরুনের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ আগস্ট কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন মেহেরুন। পর দিন ২১ আগস্ট তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে কারাগারে পাঠায় আদালত। সাজাপ্রাপ্ত আসামি মেহেরুন চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারের নবী দোভাষের মেয়ে। খুলশী থানার জাকির হোসেন সড়কের পূর্ব নাসিরাবাদ এলাকার তানভীর হাউসে তার বাসা। তিনি চট্টগ্রামের বাগদাদ গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি ফেরদৌস খান আলমগীরের স্ত্রী।

পুলিশ জানায়, নারী ব্যবসায়ীর বিরুদ্ধে খেলাপি ঋণের তিনটি মামলায় সাজা হয়েছে। আরও আটটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মোট ১১টি মামলা রয়েছে মেহেরুনের বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছিলেন।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm