পাসপোর্ট অফিসে দুদকের হানা, ২ দালালের সাজা কক্সবাজারে

ঘুষ-অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হাতেনাতে দুই দালালকে আটক করা হয়েছে। তবে এই সময় মূল অভিযুক্ত পাসপোর্ট অফিসের কর্মচারী ও অন্যান্য দালালরা পালিয়ে গেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা অভিযান চালানো হয়।

আটক দুই দালালকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

s alam president – mobile

সাজাপ্রাপ্ত দালালরা হলেন কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার ১১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দু সবুর ও পেকুয়া উপজেলার শীল খালী ইউনিয়নের সব্বির আহমদের পুত্র মনির উদ্দিন।

অভিযানে নেতৃত্বে দেন দুদক কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন।

জানা গেছে, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র সঙ্গে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। এমন অভিযোগের পর অভিযান চালায় দুদক।

Yakub Group

রিয়াজ উদ্দিন জানান, পাসপোর্ট অফিসের তিনজন কর্মকর্তার বিষয়ে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়ায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সাগর নামের অপরজন পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা জানান, সরকারি কাজে বাধা ও গ্রাহককে হয়রানির অভিযোগে দু’জনকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm