পাসওয়ার্ডের বদলে ফিঙ্গারপ্রিন্ট গুগলের সব সেবায়

শীঘ্রই গুগলের সবধরনের সেবায় পাসওয়ার্ডের বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশের সুবিধা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মার্কিন জায়ান্টটি গুগল প্লে সার্ভিসে ফিচারটি খুব শীঘ্রই উন্মোচন করবে। এটি অ্যান্ড্রয়েড ৭ থেকে শুরু করে এর পরের সব সংস্করণে আগামী কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নির্দিষ্ট কিছু সার্ভিসে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক দিয়েই প্রবেশের অনুমতি দেবে। ফলে প্রতিবার আর পাসওয়ার্ড দেবার ঝামেলা পোহাতে হবে না। তবে এই সার্ভিসটি এখন শুধুমাত্র গুগলের পিক্সেল ফোনেই পাওয়া যাবে।

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও প্রোডাক্ট ম্যানেজার ডংজিং হি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, পাসওয়ার্ডের বদলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার এমন সুবিধা আপাতত শুধু গুগল পিক্সেল ফোনে পাওয়া যাবে। এর বাইরে কয়েক দিনের মধ্যেই সেবাটি অ্যান্ড্রয়েড ৭ ও এর পরের ডিভাইসগুলোতে পাওয়া শুরু হবে।

প্রতিষ্ঠানটি বলছে, তারা সেবাটিকে আরও নিরাপদ করতে ‘ফিডো২’ স্ট্যান্ডার্ড অনুসরণ করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!