পার্কিংয়ে টমটম, পাহাড়ের নিচে চালকের মরদেহ

0

কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি নতুন বিট অফিস পাহাড়ের পশ্চিম দিকে জাফর আলম (৫০) নামের টমটম চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

নিহত ব্যক্তি রত্নাপালং ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. কালুর ছেলে।
স্থানীয়রা জানান, তুলাতলি স্টেশনে জাফর প্রতিদিন ইজিবাইক (টমটম) চার্জ দিত। কিন্তু গতরাতে সে চার্জ দিতে যায়নি।

গাড়িটি রাস্তায় পার্কিং করা অবস্থায় থাকলেও একটি পাহাড়ের নিচে তার মরদেহ পড়ে ছিল। তার দুই ছেলে প্রবাসে আছে। তার সাথে কারো বিরোধ নেই বলেও জানিয়েছেন স্থানীয়রা।

রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এটা কি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু বুঝা যাচ্ছে না।

মরদেহের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না।

এ প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুরের জানিয়েছেন, একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Yakub Group

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!