পার্কভিউ হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের পাশে লালানগর প্রবাসী ঐক্য পরিষদ

সীতাকুণ্ড বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় লালানগর প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুন) লালানগর প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের হাতে অগ্নিদগ্ধ মানুষের জন্য খাবার হস্তান্তর করা হয়েছে।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন লালানগর প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা মো. জসিম উদ্দিন ও মোহাম্মদ সেকান্দর এবং সহ-অর্থ সম্পাদক মো. মামুন, মোহাম্মদ ইউনূস, নূর মোহাম্মদ, তৈয়ব আলী, মো. নুরনবী, মো. ইকবাল, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফারুক।

আরও উপস্থিত ছিলেন ইলিয়াস, নাজিম উদ্দিন, কামাল উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মালেক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm