টি কে গ্রুপ ও পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে পার্কভিউ হাসপাতালের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী টি কে গ্রুপকে পার্কভিউ হাসপাতালের পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্ট সুবিধা দেওয়া হবে।
এতে টি কে গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এইচ আর অ্যান্ড এডমিনের ডিজিএম সৈয়দ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সিনিয়র ম্যানেজার কাইয়ুম খান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাহমিদ মকসুদ নিজাম, হেড অফ সেলস মো. নাজমুল হোসাইন, হেড অফ সেলস মো. শফিকুল ইসলাম, সেলস ম্যানেজার ইফতেখার শাহেদ, এ এস এম মো. জাহিদুল ইসলাম, নাফি বিন রিয়াজ, মো. জাহিদুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, সুব্রত বড়ুয়া।
টি কে প্রতিনিধি দলের প্রধান জহির উদ্দিন মাহমুদ বাবর বলেন, ‘পার্কভিউ হাসপাতাল চিকিৎসাসেবায় যে সুনাম অর্জন করেছে, তার অংশীদার হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। আশা করছি টি কে গ্রুপ এবং পার্কভিউ হসপিটালের মধ্যে এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।’
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, ‘গুণগতমানের চিকিৎসাসেবা প্রদানের জন্য আমরা সকল ইউরোপিয়ান আধুনিক মেশিন পার্কভিউ হাসপাতাল স্থাপন করেছি এবং টেকনিক্যাল সাপোর্ট স্টাফদের দক্ষতাকেও শতভাগ সম্পূর্ণরূপে নিশ্চিত করেছি। স্বনামধন্য শিল্প গ্রুপ টি কে গ্রুপের সঙ্গে একীভূত হতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।’
অনুষ্ঠানে পার্কভিউ হাসপাতালের পক্ষে আরও ছিলেন মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, জি এম জিয়াউর রহমান শরীফ, সিএফও মো. মামুন, ডিজিএম মো. হুমায়ুন কবীর, হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার (অডিট) মো. জহির, এডমিন অফিসার সরফুদ্দীন আহমেদ, এডমিন অফিসার আব্দুল্লাহ আল হাসনাইন, মার্কেটিং অফিসার আব্দুস সোবহান, মার্কেটিং দিদারুল ইসলাম, মার্কেটিং অফিসার জহির উদ্দিন, মার্কেটিং অফিসার মশিউর রহমান, মার্কেটিং অফিসার সালমান বিন ফারুক।
এমএফও