পার্কভিউ হসপিটালের সঙ্গে সসজ’র কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি

পার্কভিউ হসপিটাল ও সসজ’র (সবাই সবার জন্য) মধ্যে কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) পার্কভিউ হসপিটালের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সসজের পক্ষে উপস্থিত ছিলেন ডা. মো. মনির আজাদ (সহ-সভাপতি), ডা. মীর মোহাম্মদ ইসমাইল (সাধারণ সম্পাদক), ডা. মো. মহিউদ্দিন (সাংগঠনিক সম্পাদক), ডা. মো. আল-আমিন (অর্থ সচিব), ডা. নুর নবী (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), ডা. মো. আমীর হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ডা. মো. নাছির আহম্মদ (উপদেষ্টা)।

পার্কভিউ হসপিটাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর ডা. এটিএম রেজাউল করিম, মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ (এডমিনিস্ট্রেশন), ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন কবীর (এইচ আর), হেড অফ অপারেশন (ল্যাব) নায়ীমুর রহমান, হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম, এডমিন অফিসার সরফুদ্দীন আহমেদ, সিনিয়র অফিসার (মার্কেটিং) নেজাম উদ্দিন, মার্কেটিং অফিসার আব্দুস সোবহান, মার্কেটিং অফিসার সালমান।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm