পার্কভিউর অবহেলায় মৃত্যু হল চট্টগ্রামের আইনজীবীর, দাবি স্বজনদের

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন চট্টগ্রামের সাতকানিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম (৬০)। মঙ্গলবার (২ জুন) রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেই মারা যান তিনি। তবে স্বজনদের দাবি, পাঁচলাইশের পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

অ্যাডভোকেট মাহবুব আলম উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়ার বাসিন্দা।

সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কচির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গত বৃহস্পতিবার মহবুবের করোনা টেস্ট করালে এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি। কিন্তু আজ সন্ধ্যা ৭টায় হঠাৎ করে অসুস্থ অনুভব হলে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে একটি এক্সরে পরীক্ষা করা হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিবে না বলে সরাসরি জানিয়ে দেয়। পরে আমরা কোনো উপায় না দেখে দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের সামনেই তার মৃত্যু হয়।

এদিকে, সাতকানিয়া আইনজীবী সমিতির আরেক সদস্য অ্যাডভোকেট মো. ইলিয়াস বলেন, মাহবুব গত ৩১ মে প্রেকটিস করতে কোর্টে এসেছেন। সুতরাং সাতকানিয়ার অনেক আইনজীবী ও বিচারপ্রার্থী তার সংস্পর্শে আসতে পারে। আপাতত সবাই হোম কোয়ারেন্টাইনে থাকলে ভালো হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!