পারিবারিক গল্প নিয়ে চট্টগ্রামের নির্মাতা জীবনের ‘আপন-পর’

চট্টগ্রামের নাট্যনির্মাতা এস ডি জীবন নির্মিত পারিবারিক গল্পভিত্তিক নাটক ‘আপন-পর’ আসছে এবারের ঈদে। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকের চিত্রগ্রহন শেষ হয়েছে।

প্রিয়া সেনের লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন অভিনয় শিল্পী জাহিদ আশিক-মৌমিতা বিশ্বাস, আমির শাহ ও ফাতিমা।

নাট্য নির্মাতা এস ডি জীবন বলেন, ‘আপন-পর’ নাটকের গল্পটি অসাধারণ। প্রিয়া সেন সুন্দর একটি পারিবারিক গল্প লিখেছেন। আমাদের সমাজে এই রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে এবং আমরা কেউ না কেউ এইসব ঘটনার মধ্যদিয়েই জীবনযাপন করছি। এই নাটক দেখে দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে মিল পাবেন এবং প্রতিটা মুহুর্তে মনে হবে ‘আসলেই তো এটি আমাদের গল্প’।

তিনি বলেন, ‘আমি মূলত সমাজের ঘটমান বাস্তবতাকে নাটকে রূপ দেওয়ার চেষ্টা করেছি। বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। অভিনেতা-অভিনেত্রীসহ টিমের সকলে আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

গল্পকার প্রিয়া সেন বলেন, ‘আমি মূলত আমার গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। কারণ নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমাদের চারপাশে এইরকম ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা পারিবারিক সম্পর্ক, বন্ধন—এগুলো ভুলে যাই। আশা করছি, এই নাটকটি সবার পছন্দ হবে।

রমজান মাসেই ‘জীবন প্রিয়া ডিজিটাল’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটক ‘আপন-পর’। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসরিন সুলতানা, এমএম রহমান, নুরুল কবির, দোলা খান, মঞ্জুর হোসেনসহ আরও অনেকে।

নাটকের চিত্রগ্রহণে ছিলেন শাকিল আহমেদ আফরান। নাটকটি প্রযোজনা করেছেন ‘জীবন প্রিয়া ডিজিটাল’।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm