পারকি সৈকতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ছাদেক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় পারকি সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ছাদেক (২৫) উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া উত্তরপাড়ার পেচু মিয়ার ছেলে। তার তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে।পারকি সমুদ্র সৈকতে তার একটি দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে তার দোকানের সামনের বালুতে মোটর থেকে পানি দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনব। এসময় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম বলেন, ‘নিহত ছাদেক খুবই ভালো একটা ছেলে, আজ পারকিতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সে মারা গেছে। তার ছোট একটা ছেলে রয়েছে। আজ আসরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm