পারকি সৈকতে অভিযান, ডিবি পুলিশ পেটানো ‘কুত্তা সেলিম’ গ্রেপ্তার

0

চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় ৫০০ পিস ইয়াবা।

গ্রেপ্তার সেলিম আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পারকি গ্রামের নুরুল আলমের ছেলে। তার বিরুদ্ধে থানায় ডিবি পুলিশকে মারধরের ঘটনাসহ আনোয়ারা-কর্ণফুলী থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার কুত্তা সেলিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আনোয়ারা-কর্ণফুলী থানায় কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও ডিবি পুলিশকে মারধরের ঘটনার মামলাও আছে। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হবে।’

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!