পারকি বাজারে বিদেশী মদসহ গ্রেফতার দুই

0

চট্টগ্রামের আনোয়ারা পারকি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা।

রোববার (৫ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় আনোয়ারা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান জব্দ করে।

এতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ২৫২ বোতল মদ উদ্ধার করে। এসময় চালকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

s alam president – mobile

গ্রেফতারকৃতরা হলো, বায়েজিদ থানার রহিম মোল্লার বাড়ির রেজাউল হকের পুত্র মো. ইসমাইল (৫৫) ও পশ্চিম মাদার বাড়ির নুরুল ইসলামের পুত্র মো. সেকান্দর (৪৭)।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ তাদের গ্রেফতার করা হয়। গাড়িটি জব্দ আছে। গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!