চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পান-সিগারেট ফেরি করে সংসার চালান বৃদ্ধ মো. আবদুল মোতালেব (৭০)। রেলওয়ে স্টেশন মসজিদে এশার নামাজ শেষে দেখেন তাঁর পানের বাক্সটা চোর নিয়ে গেছে। এ সময় তাঁকে কান্নারত দেখে এগিয়ে আসেন চবি গেইটে নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড মো. সাহেদুল ইসলাম।
এরপর মানবিকতা দেখিয়ে উদ্যোগ নেন বৃদ্ধের জন্য কিছু করার। তার উদ্যোগে সহায়তার হাত বাড়ান অনেকেই। বিভিন্ন জনের সহায়তায় মো. আবদুল মোতালেবের হাতে তুলে সাহেদুল তুলে দেন ৭ হাজার টাকা।
জানা গেছে, শুক্রবার (১০ মার্চ) তিনি নিজের পান-সিগারেটের বাক্সটা মসজিদের বারান্দায় রেখে এশার নামাজ পড়তে যান বৃদ্ধ মো. আবদুল মোতালেব। নামাজ শেষে এসে দেখেন তাঁর পানের বাক্সটা চোর নিয়ে গেছে।
সংসারের একমাত্র আয়ের সম্বল চুরি হওয়ায় তিনি মসজিদের সামনে কান্না শুরু করেন। এ সময় চবি নিরাপত্তা দপ্তরের গার্ড মো. শাহেদুল ইসলাম এগিয়ে আসেন।
বিষয়টি শাহেদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেন। পরে বিভিন্ন জনের সহায়তায় ১৬ মার্চ তাকে প্রায় ৭ হাজার টাকায় মালামালসহ নতুন একটি বাক্স কিনে দেন।
এছাড়া ক্যাম্পাসের শিক্ষার্থীরা মো. আবদুল মোতালেবের উদ্যোগের অংশদীর হন। সবার সহযোগীতায় মো. আবদুল মোতালেবের মুখে হাসি ফোঁটে। আবার শুরু করেন ব্যবসা। মো. শাহেদুল ইসলাম এমন মানবিক কাজের জন্য প্রশংসায় ভাসছেন।
যোগাযোগ করা হলে মো. শাহেদুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন রাতে দেখি বৃদ্ধ মোতালেব চাচা কান্না করছেন। পরে আমি বিষয়টি আমার পরিচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি। ১৬ মার্চ আমরা তাঁর হাতে মালামাসহ বাক্সটা গলায় ঝুলিয়ে দেই। তিনি আবার নতুন করে ব্যবসা শুরু করেন। মুরব্বির মুখে সেই হাসি যেন বেহেশতের হাসি। সেই বেহেশতি হাসি আমার জীবনের সেরা অর্জন।’
সিএম/এমএফও