চট্টগ্রামের বাঁশখালীতে পানি ডুবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র সদস্য ও দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলামের ছোট ছেলের মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ সামিদ (৬)। সে গণ্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের দারুল হিকমা মাদরাসা থেকে ক্লাস শেষে বাড়িতে ফেরার পথে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
জানা গেছে, সামিদ মাদরাসা থেকে দুপুরে ছুটির পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে মাদরাসায় খুঁজতে যায়।কিন্তু মাদরাসা বন্ধ থাকায় তারা অন্যান্য জায়গায় খুঁজতে থাকে। পরে বাড়ি পাশের পুকুরে ভাসমান অবস্থায় সামিদকে পাওয়া যায়।
তাকে দ্রুত উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে শারীরিক পরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিইউজের শোক
মোহাম্মদ সামিদের মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে। সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে এ শোক জানান। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।