পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিঠানালা গ্রামের হাজী দালিলের রহমান মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আকায়াদ হোসেন ভূঁইয়া (৯)। সে ওই বাড়ির দিনমজুর আজিজুল হকের ছেলে। আকায়াদ গোলাম রসুল মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আকায়াদের বাবা আজিজুল হক বলেন, ‘বড় ছেলে আকায়াদ এবং ছোট ছেলে জুনায়েদকে মঙ্গলবার দুপুরে পুকুরে গোসল করতে নিয়ে যায় আমার স্ত্রী। এ সময় আকায়াদ পুকুরে ডুব দিয়ে আর ওঠেনি। তখন আমার স্ত্রীর চিৎকার শুনে আমিসহ স্থানীয়রা এসে অনেকক্ষণ পুকুরের পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে লাচ্ছি অনেক পছন্দ করতো। আমি দুপুরে কাজ থেকে বাড়িতে আসার পথে ছেলের জন্য লাচ্ছি নিয়ে এসেছিলাম। লাচ্ছি খাওয়ার আগে আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে।’

মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আকায়াদকে দাফন করা হবে বলে জানান তিনি।

Yakub Group

মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামছুল আলম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। তবে খোঁজ নিয়ে জানাচ্ছি আপনাকে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!