চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবরান (২,পৌরসদরের দক্ষিণ ইদিলপুর গ্রামের সজীব কুমার দাসের ছেলে ইশান কুমার দাস (২) ও মুরাদপুর ইউনিয়নের মৃত রফিকুল ইসলামের প্রতিবন্ধী ছেলে মো. সোহেল (৪৪)।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পানিতে ডুবে যাওয়া দুই শিশুসহ তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের আনার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।’
সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুল আলম জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় ইদিলপুর গ্রামের সজীব দাসের ছেলে ইশান কুমার দাস বাড়ির সামনে খেলতে খেলতে বাড়ির সবার অজান্তে পাশের পুকুরে ডুবে যায়। পরে বাড়ির সদস্যরা তাকে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে দুপুর আনুমানিক ১২টার দিকে একইভাবে বাড়ির উঠানে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবরান। তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া মুরাদপুর ইউনিয়ন এলাকায় পানিতে গোসল করতে নেমে ডুবে যান প্রতিবন্ধী যুবক সোহেল। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘মঙ্গলবার দুপুরে পর পানিতে ডুবে যাওয়া দুই শিশুসহ তিনজনকে মেডিকেলে আনা হলে চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।’
ডিজে