পানছড়িতে পানিতে ডুবে দুই ভাই বোনসহ তিন শিশুর মৃত্যু

0

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সত্যধনপাড়ায় পানিতে ডুবে তিন পাহাড়ি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের নাম পিবির চাকমা (২) ও পরসা চাকমা (১১)। তারা আপন ভাই-বোন। অপরজন তাদের প্রতিবেশি ঝরঝরি চাকমা (১০)।

পিবির ও পরসা সত্যধন পাড়ার পূর্ণসাধন চাকমার সন্তান। ঝরঝরি চাকমা সুপন চাকমার মেয়ে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চৌধুরী মহামুনি বৌদ্ধবিহার এলাকা দিয়ে বয়ে যাওয়া চেঙ্গি নদীতে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

s alam president – mobile

স্থানীয়রা জানান, চেঙ্গি নদীর পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে বালির বস্তা বাঁধে দেয়। সেখানে শিশুরা প্রায়ই খেলা করতে যায়।

রাবার ড্যামে বাঁধ দেয়ার ফলে নদীতে পানি জমে গেলে সেই পানিতে ডুবেই তিন শিশুর মৃত্যু হয়।

পানছড়ি থানার ওসি আনচারুল করিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।

Yakub Group

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও ওসি আনচারুল করিম সত্যধনপাড়া এলাকায় শিশুদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!