পানছড়িতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম শাহেদ মিয়া (১৫)। সে হাসাননগর এলাকার লাল মিয়ার ছেলে।

মঙ্গলবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় একটি বাগান সংলগ্ন গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার গরু চরানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাহেদ। বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় একটি বাগানে আলমগীর নামের এক পথচারী শাহেদের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পাশের আনসার ক্যাম্পে খবর দিলে তারা পানছড়ি থানায় জানায়। পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!