পাঠানটুলীতে ডেঙ্গু সচেতনতা ও ৩১ দফা নিয়ে বিএনপির সভা

চট্টগ্রাম নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের বাসিন্দাদের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাঠানটুলীতে ডেঙ্গু সচেতনতা ও ৩১ দফা নিয়ে বিএনপির সভা 1

রোববার (১৫ ডিসেম্বর) পাঠানটুলীর নাজিরপুল মহল্লায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

রাষ্ট্র সংস্কারের ৩১দফা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা লিফলেট আপনাদের নিকট বিতরণ করা হয়েছে। আগামীতে বাংলাদেশ চলবে তারেক রহমান প্রদত্ত ৩১দফা রাষ্ট্র সংস্কারের ও মেরামতের ভিত্তিতে। আমরা বিএনপি বিএনপি পরিবার জনগণের সাথে আছে ও থাকবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. ইকবাল, বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল হালিম, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এএসএম নাসির, মো. ইসমাইল, রফিকুল আলম, আনু মিয়া বাবুল, আমির উদ্দিন বাবুল, আবুল কালাম আবু, মনির উদ্দিন বাবুল, মোহাম্মদ ইলিয়াস, আব্দুল নূর, রিয়াদ আব্বাস আজিজুর রাহমান ভুলু।

আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মুরাদ, রুবেল, আজিজ, মাঈনুদ্দিন, ইব্রাহিম ও ছাত্রদল নেতা তাসিন নাহিদ সাজিন।

সভায় উপস্থিত এলাকাবাসীর মাঝে বিএনপি প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm