পাঠানটুলীতে কাদেরের ৮ সমর্থককে ছেড়ে দিয়েছে পুলিশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরের ৮ সমর্থককে আটক করার পর বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাদের ছেড়ে দিয়েছে ডবলমুরিং থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) আব্দুল কাদেরের নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছিল।

এর আগে পুলিশ কাদেরের নির্বাচনী কার্যালয় থেকে তার এজেন্টদের কাগজপত্রও নিয়ে গেছে বলে অভিযোগ করেন আব্দুল কাদেরের স্ত্রী নুসরাত জাহান।

ডবলমুরিং থানা পুলিশ কাদেরের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় চরমভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে গত কয়েকদিন ধরেই অভিযোগ করে আসছিলেন নুসরাত। পুলিশ সেখানে সরাসরি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে।

আব্দুল কাদেরের স্ত্রী নুসরাত জাহান অভিযোগ করে বলেন, ‘গতকাল রাতে হাইকোর্টের জামিনে থাকা সেই ৫ জনকে নতুন একটা মামলায় আসামি করা হয়েছে। এখন শুনছি এজেন্টদের বাড়ি বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে।’

এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পুলিশে উর্ধতন মহলে অভিযোগ করেও কোন সুফল মিলছে না বলে জানান নুসরাত।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm