চট্টগ্রাম নগরীর পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোজাহের খান, আব্দুল করিম সেলিম, আনু মিয়া বাবুল, নাসির খান ও জসিম খান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুপ্রিয় বড়ুয়া, রমা বড়ুয়া,প্রদীপ দাশ, সহকারী শিক্ষক শারমিন সুলতানা ও অভিভাবক সুলতানা বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনের প্রতিটি স্তরে শিক্ষা ছাড়া কোন উপায় নেই। আগস্টের আন্দোলনে অভিভাবক ও শিক্ষার্থীদের ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে।
প্রধান অতিথি অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লিফলেট ও বিএনপি প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।