পাঠাও করে মাদক বেচতে গিয়ে আগ্রাবাদে ধরা ‘ডাইল করিম’

পুলিশের চোখ ফাঁকি দিতে রাইডশেয়ার পাঠাওয়ের মাধ্যমে মাদক বেচাকেনা করে আসছিলেন চট্টগ্রামের শীর্ষ মাদক কারবারি রেজাউল করিম প্রকাশ ‘ডাইল করিম’। শুক্রবার (২৩ এপ্রিল) রাতেও এরকম অভিনব পন্থায় মাদক বিক্রি করার সময় ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে থেকে তিনি গ্রেপ্তার হন পুলিশের হাতে।

এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার রেজাউল করিম চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকার মরহুম জানে আলমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘খবর পেয়ে রাইডশেয়ার পাঠাওয়ে চড়ে ক্রেতাদের নিকট মাদক পৌঁছে দেওয়ার সময় চট্টগ্রামের শীর্ষ মাদককারবারি রেজাউল করিম প্রকাশ ডাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে নির্দিষ্ট জায়গা মাদক পৌঁছে দিতে সে মূলত পাঠাও ব্যবহার করে আসছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘রেজাউল করিমের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। মাদক জগতে রেজাউল করিম ‘ডাইলের ডন’ নামেও পরিচিত। তার এ মাদক কারবারি বেচাকেনায় রয়েছে আলাদা একটি বাহিনীও। মাদক বিক্রির সুবাদে সে এলাকাভিত্তিক কাউন্টার করে মাদক সরবরাহ করে আসছেন দীর্ঘদিন ধরে।’

মুআ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!