পাচারকালে মোটরসাইকেলে মিলল ৩ বন্যপ্রাণী, লোহাগাড়ায় ৪ পাচারকারি গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া থানার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে বন্যপ্রাণী পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বান্দরবানের আলীকদম এলাকায় মোটরসাইকেল তল্লাশি করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় ২টি লজ্জাবতি বানর ও ১টি পেঁচা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন, বান্দরবান আলীকদম থানার দানু সরদার পাড়ার মো. আনোয়ার হোসেনের পুত্র মো. মোবারক হোসেন (২৭), একই থানার দক্ষিণ পূর্ব পালং পাড়ার মৃত আমীর হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (২৭), একই থানার উত্তর পালং পাড়ার মো. সৈয়দ আলমের মো. মহিউদ্দিন (২৪) এবং খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা গ্রামের হাফেজ সাহেবের বাড়ী মৃত দিলু সিকদারের পুত্র মো. আজাহার সিকদার (৪২)।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।

তিনি জানান, ‘বন্যপ্রাণী পাচারের খবর পেয়ে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অভিযান পরিচালনা করি আমরা। পরে বান্দরবানের আলীকদম এলাকায় পাবনাগামী ২টি মোটরসাইকেলে তল্লাশী করে বিপন্ন প্রজাতীর তিনটি প্রাণী উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় পাচারকারী চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘বন্যপ্রানী শিকার ও পাচারের অপরাধে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়স্থলে প্রেরণের জন্য রেঞ্জ বনকর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’

Yakub Group

চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘নিরাপদ চট্টগ্রামের জন্য পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এমএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm