পাকিস্তান পারে ম্যাচটি রাঙাতে

টন্টন ক্রিকেট গ্রাউন্ডে আজ পাকিস্তান লড়বে অস্ট্রেলিয়ার সাথে, যেখানে ছয় দিন বিরতির পর আগামী ১৭ জুন বাংলাদেশ মুখোমুখি হবে উইন্ডিজের সাথে। এরি মধ্যে অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচ করে খেলে যথাক্রমে চার ও তিন পয়েন্ট করে খাতায় লিখিয়েছে। আজ যারা জিতবে তারা সুবিধে জনক স্থানে পৌঁছাবে।

অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে ভারতের রানচূড়া অতিক্রমের কাছাকাছি চলে গিয়েছিল। অন্যদিকে পাকিস্তান টপ ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় আরোহণ করে। বিধায় আজকের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে কিনা ‘অননুমেয়’ পাকিস্তানের ‘দিন’ এর উপর নির্ভর করে।

বৃষ্টি বাগড়া না বসালে আজ বড় স্কোরের ম্যাচ হতে পারে। খন্ডিত ম্যাচ খেলার চরিত্র হারালেও অনেক সময় রঙিন হয়ে উঠে। আজ ম্যাচটিতে রঙ ছড়ানোর দায়িত্ব পাকিস্তানের কাঁধে চাপালাম।

গতকাল বৃষ্টির সাথে বাংলাদেশের পূর্ণ পয়েন্ট এবং পরিবর্তনের পরিকল্পনাও ভেসে গেছে। পরবর্তী ম্যাচের আগে এক সপ্তাহের বিরতিতে সাকিব খেলায় এবং তামিম ফর্মে ফিরে আসবে আশা করি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!