পাওনা টাকা না পেয়ে রিকশাচালককে শিকল বেঁধে মারধর হাজারি গলিতে, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর হাজারি গলিতে পাওনা টাকা না পাওয়ায় এক রিকশাচালককে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়েছে। ৯৯৯ এ ফোন পেয়ে এই ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) সকালে হাজারি গলির শিব মন্দির গলির ভেতর থেকে ভুক্তভোগী মো. ফারুককে শিকল খুলে উদ্ধার করে পুলিশ। তিনি কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।

গ্রেপ্তার তিনজন হলেন রাউজানের ডাবুয়ার রনধির মল্লিকের ছেলে মনি মল্লিক (২২) ও রাজীব মল্লিক এবং হাজারি গলির মৃত যুবরাজ সিংহের ছেলে প্রান্ত সিংহ হাজারী (২২)।

জানা গেছে, মনি মল্লিকের সঙ্গে চায়ের দোকানে পরিচয় হয় ভুক্তভোগী ফারুকের। এর এক পর্যায়ে মনি তাকে ১০ হাজার টাকা দেন ভ্যানে করে মাছ বিক্রির জন্য। এরমধ্যে একদিন বাবার অসুখের কথা শুনে ফারুক চলে যান বাড়ি। ফিরে আসলে তাকে বাকলিয়া থেকে হাজারি গলিতে এনে টাকা চান মনি মল্লিক। তিনি একসঙ্গে ১০ হাজার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। তবে প্রতি সপ্তাহে এক হাজার টাকা করে দেওয়ার কথা বলেন। কিন্তু মনি মল্লিক তার কথা না শুনে তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে রাজীব মল্লিক আসলে প্রান্ত সিংহ হাজারীসহ ফারুককে মারধর করেন।

এরপর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে আহত রিকশাচালক ফারুককে শিকল খুলে উদ্ধার করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে বাদির এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm