পাওনা টাকার দাবিতে অবসরে যাওয়া শ্রমিকদের জিইএম কার্যালয় ঘেরাও

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (জিইএম) কার্যালয় ঘেরাও করেছে অবসরপ্রাপ্ত শ্রমিকরা। রোববার (১৭ মে) জিইএম কোম্পানির সামনে পাওনা টাকার দাবিতে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত দুই শতাধিক শ্রমিক।

ঘেরাও কর্মসূচিতে দেওয়া বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, ‘অবসরপ্রাপ্ত অনেক শ্রমিক পাওনা টাকা না পেয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন। তবুও অবসর গ্রহণ করার ৫ বছরেও পাওনা পরিশোধ না করেনি জিইএম কোম্পানি। অবসরপ্রাপ্ত প্রায় ২০০ শ্রমিককে এভাবে বছরের পর বছর ঘুরতে হয়েছে।’

তারা আরও বলেন, ‘এই প্রতিষ্ঠান থেকে জনপ্রতি প্রায় ১৫ লাখ বকেয়া পাওনার মধ্যে প্রায় ২৫ কোটি টাকা অনাদায়ী রয়েছে। স্ট্রোল ক্যাডারদের অবসরের যাওয়ার ২-৩ মাসের মধ্যে সব পাওনা পরিশোধ করা হয়েছে। কিন্তু শ্রমিকদের অবসরের যাওয়ার ৫ বছরেও পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকদের পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে।’

বক্তারা আরও বলেন, জিইএম কোম্পানির কর্তৃপক্ষ বলেছেন ঈদের পর আমাদের পাওনা বুঝিয়ে দিবেন। পাওনা আদায়ে নয়-ছয় হলে আমরা কঠোর আন্দোলনে যাব।

এ বিষয়ে জানতে জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিরাপত্তা প্রহরী প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি নেই বলে জানান। কর্তৃপক্ষে মোবাইল নাম্বার চাইলেও তারা দিতে অপারগতা প্রকাশ করেন।

অবসরপ্রাপ্তদের জিইএম কোম্পানির মূল ফটকে ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবুল হোসেন, নুর মোহাম্মদ, মোহাম্মদ আলী, বাবু রনজিত সাহা, নবকুমার সাহা, আবুল খায়ের, সুকুমার শীল, কাওসার আলী খান প্রমুখ।

এসকেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!