চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ কারখানায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ওই শ্রমিকের নাম মো. শাহীন (৩২)। সে গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা শেখ বাড়ির মৃত মনছুর আহমেদের ছেলে।
সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পাইলিংয়ের কংক্রিট ভাঙার সময় একটি ভাঙা অংশ তার বুকে এসে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
কারখানার শ্রমিক মো. হৃদয় বলেন, সোমবার দুপুরে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজে পাইলিংয়ের কংক্রিট ভাঙার কাজ করছিলেন মো. শাহীন। হঠাৎ করে জমানো কংক্রিটের বড় একটি খন্ড তার বুকে এসে আঘাত করে। এ সময় শাহীন মাটিতে পড়ে যায়। পরে আমরা হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। নিহত শাহীন ঠিকাদারি প্রতিষ্ঠান জাহাঙ্গীর এন্টারপ্রাইজে কাজ করেন বলে জানা গেছে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক নিবাস কুমার ভট্টাচার্য্য জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিক মো. শাহীন পাইলিংয়ের কংক্রিট ভাঙার সময় কংক্রিটের আঘাতে আহত হয়। হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়। লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএ