পাইপ লাইনের সংস্কারে কাউন্সিলরদের পাশে চায় ওয়াসা
নগরবাসীর দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম ওয়াসার চলমান পাইপ বসানোর কাজে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করতে মেয়রের কাছে তালিকা চেয়েছেন ওয়াসার এমডি। ৩০ আগস্টের মধ্যে কাউন্সিলরদের এই তালিকা চট্টগ্রাম ওয়াসার কাছে পাঠানোর সময় সীমা বেঁধে দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচিত পরিষদের ৪৯ তম সাধারণ সভায় এ নির্দেশনা দেন মেয়র।
মেয়র জানান, চট্টগ্রাম নগরীতে সংযোগকৃত প্রায় পুরনো পাইপের লাইন সংস্কার ও নতুন পাইপ লাইন
সংযোগ স্থাপনে প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। এই প্রকল্পের আওতায় ৪১ ওয়ার্ডেও প্রায় ৬৫০ কিলোমিটার পুরোনো পাইপ লাইন সংস্কার ও প্রায় ৫০ হাজার নতুন পাইপ লাইন সংযোগ করার পরিকল্পনা নিয়েছে সেবা সংস্থাটি। এই নভেম্বরে প্রকল্পের কাজ শুরু করার আশা করছে ওয়াসা। জাইকার অর্থায়নে শুরু হতে যাওয়া এ কাজ ২০১৯-এর মার্চে সম্পন্ন করার টার্গেট নির্ধারণ করেছে ওয়াসা।
এই লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকার কাউন্সিলরদের কাছ থেকে স্ব-স্ব এলাকার সড়কের তালিকা চেয়েছে চট্টগ্রাম ওয়াসা। একই সাথে তালিকায় নিজ এলাকার পানি সরবরাহ ব্যবস্থায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উল্লেখ করার জন্যও কাউন্সিলরদের আহ্বান জানিয়েছে ওয়াসা।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘এলাকার জীবনমান উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা আছে। চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় এখনো ওয়াসার সংযোগ লাইন স্থাপিত হয়নি। আবার অনেক এলাকায় দীর্ঘদিন ধরে ওয়াসার পাইপ লাইন স্থাপিত হলেও এলাকায় পানি সরবরাহ করতে পারেনি ওয়াসা। এ নিয়ে জনগণের অভিযোগ দীর্ঘদিনের। আবার প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে রাস্তা কর্তন করে ওয়াসা। এতে করে সৃষ্টি হয় নানামুখী দুর্ভোগ হয়রানি। বর্তমানে পুরনো পাইপ লাইন সংস্কার ও নতুন লাইন সংযোগের কাজ শুরু করছে ওয়াসা। একাজে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও সমন্বিত উন্নয়ন নিশ্চিতকরণে ওয়াসা সিটি কর্পোরেশনের সহযোগিতা চায়।’ এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ার্ড কাউন্সিলরদের স্ব-স্ব এলাকার নতুন, পুরোনো সড়কের তালিকা ওয়াসাকে প্রেরণের নির্দেশনা দেন মেয়র।
চসিকের সাধারণ সভায় উপস্থিত হয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বলেন, ‘ওয়াসার সকল ধরনের পরিকল্পনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ সহায়তা করে থাকে। ওয়াসার প্রকল্প বাস্তবায়নে চসিকের রাস্তা কর্তনের অনুমতি, প্রকল্প সহায়ক নানামুখী সহযোগিতার কারণেই ওয়াসা নগরে উন্নয়ন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সড়কের যাতে কোন ক্ষতি না হয় সেজন্য পুরোনো পাইপ লাইন সংস্কারের কাজ হাতে নেয়া হয়েছে। নগরবাসীর শতভাগ পানির চাহিদা পূরণে ওয়াসা কাজ করে যাচ্ছে। বিগত ১০ বছর আগে ওয়াসার পানি সরবরাহ ছিল মাত্র ১২ কোটি লিটার। বর্তমানে নগরে প্রায় ৩৬ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে। আগামী বছর এই সরবরাহে আরো ১৪ কোটি লিটার যুক্ত হবে। এলাকার কাউন্সিলরদের মাধ্যমেই গ্রাহকেরা আমাদের কাছে আসুক এই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে নগরের ৪১ ওয়ার্ড এলাকায় পুরোনো পাইপ লাইন সংস্কার ও নতুন লাইন সংযোগ স্থাপনে কাউন্সিলরদের কাছ থেকে সড়কের তালিকা সহায়তা চাওয়া হচ্ছে। তালিকা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হলে আগামী একশ বছরে আর পাইপ লাইন সংস্কার বা সংযোগ করতে হবে না। কেননা এই প্রকল্পে ব্যবহৃত পাইপগুলোর মেয়াদ একশ বছর। তাই আগামী ৩০ আগস্টের মধ্যে তালিকা পেলে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসুত্রিতা সৃষ্টি হবে না।’
এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে পতেঙ্গায় পানির লাইন স্থাপনের বিষয়ে অবগত করেন কাউন্সিলর ছালেহ আহমদ, উত্তর কাট্টলীতে পানি সরবরাহ ব্যবস্থায় নানামুখী সমস্যা, লাইন সংযোগ দেওয়ার দীর্ঘ সময় পর পানি সরবরাহ না পাওয়া, লাইন স্থাপন বা লাইনে গেইট বল সংযুক্তিকরণের জন্য বার বার রাস্তা কাটার ভোগান্তি নিয়ে অভিযোগ তোলেন প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। কাউন্সিলর কফিল উদ্দিন তার পাঁচলাইশ ওয়ার্ডে প্রায় ৯০ শতাংশ এলাকায় পানির সংযোগ লাইন নেয় বলে অভিযোগ করেন। ওয়াসার এমডির কাছে সরাইপাড়া কাউন্সিলর সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে ওয়াসার ঠিকাদররা রাস্তা কর্তন করেন বলে অভিযোগ তোলেন।
উত্তর পাহাড় তলী কাউন্সিলর জহিরুল আলম জসিম পূর্ব ফিরোজ শাহ,পশ্চিম ফিরোজ শাহ, কৈবল্যধাম এলাকায় লাইন স্থাপনের দীর্ঘ ১০ বছর পর পানি না পেয়েও বিল পরিশোধ করতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। সভায় বিগত সভার কার্য বিবরণী আলোচনা সাপেক্ষে অনুমোদন দেয়া হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেবা সংস্থা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এডি/এসএস