পাঁচলাইশ থানা পরিদর্শনে সিএমপি কমিশনার
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাঁচলাইশ থানা পরিদর্শন করেন।
এ সময় সিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) মিজানুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ) দেবদূত মজুমদার, পাচঁলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া, পুলিশ পরিদর্শক তদন্ত শাহাদাত হোসেনসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান পাঁচলাইশ থানার সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে গণমুখী পুলিশী কর্মকাণ্ড আরও জোরদার করাসহ যানজট ও নাগরিক দুর্ভোগ রোধে সড়ক ও ফুটপাতে অবৈধ দোকানপাট বন্ধে কঠোর হওয়ার আহবান জানান। এছাড়া স্কুল, কলেজ, মসজিদ, বিটভিত্তিক মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, গুজববিরোধী প্রচারণা অব্যাহত রাখার তাগিদ দেন তিনি।