পাঁচলাইশে ২০০ মানুষকে ইফতারসামগ্রী দিলেন আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষকে দান করা এমন একটি ইবাদত, যার ফলাফল পার্থিব জগতেই দৃশ্যমান। একজনের দানের মাধ্যমে আরেকজনের দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। দানের মাধ্যমে পারস্পরিক হৃদ্যতা বাড়ে। মানুষে মানুষে আত্মিক সম্পর্ক তৈরি হয়। পবিত্র ইসলাম ধর্মে বেশি বেশি দান ও সদকা করার প্রতি উৎসাহিত করা হয়েছে। অনেকে মনে করেন সমাজের মনে করে দান করলে সম্পদ ফুরিয়ে যাবে। অথচ আল্লাহতায়ালা বলেছেন, ‘হে বনি আদম তোমরা অন্যের জন্য সম্পদ ব্যয় কর। আমি তোমাদের জন্য সম্পদের ব্যবস্থা করে দেব।‘

সোমবার (১৮ এপ্রিল) বিকালে পাঁচলাইশ নয়ারহাটের একটি কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন ‘জয়োধ্বনি’র উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরিসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরিসামগ্রী বিতরণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন কফিল, থানা আওয়ামী লীগ নেতা আবদুল নবী লেদু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, শাকিল আহমেদ, এসএম রিদোয়ান, সেলিম রণি, মো. সেলিম, মো. ইসমাইল, এয়াকুব লেদু, মো. মিজান, তসিব আলভী, মিনহাজ পনির, মো. শাহেদ হোসেন, ইমরান ইমু, রিদোয়ান রনি,মো. এনাম, মেহেদী, ইমরান, নয়ন, আরাফাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরমান। সঞ্চালনা করেন তানভীরুল আলম তপু ও সাইফুল ইসলাম মামুন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm