পাঁচলাইশে ফেন্সিডিলসহ গ্রেপ্তার যুবক

চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় বিপুল পরিমাণ ফেন্সিডিলের বোতলসহ মো. ইয়াছিন আবেদীন সোহাগ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় অপর মাদক ব্যবসায়ী মো. নিশান (২৯) পালিয়ে যায়। অভিযানে ১৯৫টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে ওই এলাকার নিশানের বাড়ির নিচতলা থেকে মাদকদ্রব্যসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়।

সোহাগ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফুলতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র। বর্তমানে নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের স্টেশন কলোনিতে ভাড়া বাসায় থাকেন তিনি।

পালিয়ে যাওয়া নিশান হলেন, নগরের পাঁচলাইশ থানার বায়েজিদ বোস্তামী সড়কের শুলকবহর এলাকার সৈয়দ মো. নওশেদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. মাহামুদুল হাসান মামুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে শুলকবহর এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

এসময় ১৯৫টি ফেন্সিডিলসহ ইয়াছিন আবেদীন সোহাগকে গ্রেপ্তার করা হলেও অপর মাদক ব্যবসায়ী মো. নিশান পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা। দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াছিন সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

মুআ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm