চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে পরকীয়ার জেরে মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
রোববার (৩ নভেম্বর) দুপুরে পাঁচলাইশ থানার অন্তর্গত ষোলশহর আমিন জুট মিলস এলাকার আতুরার ডিপো সংলগ্ন জাঙ্গালপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত হাসিবুল ইসলাম ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, পরকীয়ার জেরে হাসিবুলের ওপর ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মেডিকেল রিপোর্ট পেলে আরো বিস্তারিত জানা যাবে।
ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে আমরা কাজ করছি। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
জেজে



