পাঁচলাইশে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি ভোগ্যপণ্যের ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ট্রাকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।’

তিনি বলেন, ‘আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

আরএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!