চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে পরকীয়া প্রেমের জেরে এক যুবককে ছুরি মেরে খুনের ঘটনায় অভিযুক্ত প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যবহৃত ছুরি ও নিহতের জুতা উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো.জাহেদুল ইসলাম (৩১)। চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রবাসে থাকেন, স্ত্রী ডিভোর্স দেওয়ার পর তিনি দেশে ফিরে আসেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
এর আগে ৩ নভেম্বর দুপুরে নিহত মো. হাসিবুল ইসলামকে (২৬) ছুরি মেরে খুন করা হয়।
জানা গেছে, চার-পাঁচ মাস আগে ফেসবুকের মাধ্যমে জাহেদুলের স্ত্রী প্রীতি তানহার (২৪) সঙ্গে পরিচয় হয় হাসিবুলের। পরে তাদের সম্পর্ক প্রেমে গড়ায়। হাসিবুল ইসলাম নগরীর ২ নম্বর গেটের একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। স্ত্রীর পরকীয়ার বিষয়টি জাহেদুল ইসলাম জানতে পারলে বিভিন্নভাবে হুমকিধামকি দেন হাসিবুলকে।
হুমকি-ধামকিতে কাজ নাহলে পরে সোমবার দুপুরে হাসিবুলকে চা খাওয়ানো কথা বলে বাসা থেকে ডেকে আনেন জাহেদুল। পরে সঙ্গীত আবাসিক এলাকায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে জাহেদুল কোমর থেকে ধারালো ছোরা বের করে হাসিবুলের বুকে, পিঠে ও গলায় আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা হাসিবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ইমরান বিন ইসলাম বাদি হয়ে পাঁচলাইশ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনের অন্য কারো হাত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
আরএ/ডিজে



