পল্লী বিদ্যুৎ সমিতির ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনোয়ারা জোনাল অফিস

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ক্রীড়া সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ)আয়োজিত আন্তঃঅফিস ক্রিকেট টুর্নামেন্টে আনোয়ারা জোনাল অফিস চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চন্দনাইশ উপজেলার কাশেম মাহবুব স্টেডিয়ামে আনোয়ারা জোনাল অফিস মুখোমুখি হয় লোহাগাড়া জোনাল অফিসের। টস জিতে আনোয়ারা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে লোহাগাড়া জোনাল অফিস ১২ ওভারে ৯ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে।

টুর্নামেন্টে অংশ নেয় পটিয়া সদর দপ্তর, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, কর্ণফুলী, আনোয়ারা ও বোয়ালখালী জোনাল অফিস।

ফাইনাল খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুব চৌধুরী ক্রিকেট একাডেমির পরিচালক ক্যাপ্টেন (অব.) কাদের মাহমুদ চৌধুরী।

চন্দনাইশ জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ডের সভাপতি মোহাম্মদ দিদারুল হক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, লোহাগাড়া জোনাল অফিসে ডিজিএম মো. শাহজাহান, আনোয়ারা জোনাল অফিসে ডিজিএম মো. জসিম উদ্দিন, জসিম উদ্দিন, মো. আমিন, রহিম উদ্দিন।

টুর্নামেন্ট আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানান চন্দনাইশের ডিজিএম প্রকৌশলী মো. আবু সুফিয়ান।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm