পলিথিনে মোড়ানো ৩ হাজার ইয়াবা, চালক-হেলপার গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় পলিথিনের ভাঁজে লুকানো অবস্থা থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় পিকআপ চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ মে) দিবাগত-রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার কেরানিহাট গরুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপটি।

গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার গৌরনদী থানার খাইন্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাবলু বেপারীর ছেলে ও গাড়ি চালক রাসেল বেপারী (২২) ও একই এলাকার রশিদ মৃধার ছেলে গাড়ির হেলপার মানিক মৃধা (২৪)।

ইয়াবাগুলোর বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে একটি ছোট পিক আপ (ঢাকা মেট্রো ন-১৮-৮২৬০) চট্টগ্রাম যাচ্ছিল। এমন গোপন সংবাদে সাতকানিয়া থানা পুলিশ মহাসড়কের কেরানিহাট গরুর বাজার এলাকায় অবস্থান নেন। পরে সো্র্সের দেখানো মতে পিক আপটিকে সিগন্যাল দেয় পুলিশ।

পুলিশ দেখে পালানোর সময় চালক ও হেলপারকে আটক করা হয়। পরে গাড়ির মালামাল ঢাকার কাজে ব্যবহৃত বড় পলিথিনের ভাঁজের মধ্যে বিশেষভাবে লুকানো কালো টেপ মোড়ানো অবস্থায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার (৩১ মে) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm