পর্যটক ঢুকতে মানা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে

পর্যটকের আনাগোনা নিষিদ্ধ হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে বিচ্ছিন্ন সাত কিলোমিটার দূরের ছেঁড়াদ্বীপে। পরিবেশে ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সরকার। এর পাশাপাশি সেন্টমার্টিন দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা ১০৬টি আবাসিক হোটেল সরিয়ে নিতে কর্তৃপক্ষকে আবার চিঠি দেবে পরিবেশ অধিদফতর।

ছেঁড়াদ্বীপ পরিবেশ মন্ত্রণালয়ের নিজস্ব জমি। পর্যটকের চাপে ছেঁড়াদ্বীপের কোরাল নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। দ্বীপ ও কোরাল বাঁচিয়ে রাখার স্বার্থেই পর্যটকদের আর সেখানে যেতে দেওয়া হবে না। পুরো সেন্টমার্টিন নিয়েই সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে।

পর্যটকের চাপে ছেঁড়াদ্বীপের কোরাল নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ।
পর্যটকের চাপে ছেঁড়াদ্বীপের কোরাল নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ।

গত ৭ এপ্রিল থেকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। ২২ বছর পর অস্থায়ীভাবে দ্বীপটিতে সীমান্ত চৌকিও স্থাপনা করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!