পরীক্ষা বন্ধ রেখে বাধ্যতামূলক মানববন্ধন রাউজানের ৩৩টি মাদ্রাসায়
সারাদেশের মাদ্রাসাগুলোতে এবতেদায়ী (প্রাথমিক) ও দাখিল (মাধ্যমিক) শাখার অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। কিন্তু ব্যতিক্রম চট্টগ্রামের রাউজান উপজেলা। অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদাররেছিন পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক মানববন্ধন করিয়েছে।
সোমবার (২৪ জুন) রাউজানের ৩৩টি মাদ্রাসার কোনো প্রতিষ্ঠানেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। হয়েছে মুনিরিয়া যুব তবলীগের বিরুদ্ধে মানববন্ধন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও মানববন্ধনে শিশু শিক্ষার্থীদের অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশিত বিভিন্ন ছবিতে এর প্রমাণও পাওয়া গেছে।

এ ব্যাপারে কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার এক শিক্ষক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মাদ্রাসা প্রধানদের হুমকি দিয়ে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। পরীক্ষা বন্ধ রেখে মুনিরিয়া যুব তবলীগের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করতে প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হয়েছে। মানববন্ধনে অংশ না নিলে নানা হুমকিও দেওয়া হয়।’

অভিযোগের ব্যাপারে জমিয়াতুল মোদাররেছিনের রাউজান শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী বলেন, ‘আজকের (২৪ জুন) মানববন্ধন আমরা রমজানে করার কথা ছিল। আবহাওয়া অনুকূল না হওয়ায় পারিনি। আজ আবহাওয়া ভালো ছিল, তাই মানববন্ধন করেছি। তবে কাউকে বাধ্য করা হয়নি। মুনিরিয়া যুব তবলীগের সন্ত্রাসী ও ইসলামবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত মানববন্ধন করেছে। মাওলানা আবু জাফর সিদ্দিকী কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।’
আবু জাফর সিদ্দিকী দাবি করেন, ‘১৭ এপ্রিল ৭ নম্বর রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের ওপর মুনিরিয়া যুব তবলীগ হামলা চালায়। এতে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বাধা দিলে তার ওপরও হামলা চালানো হয়।’
এই ঘটনার পর হামলাকারীদের সাথে মুনিরিয়া যুব তবলীগের কোন সম্পর্ক নেই দাবি করে আসছে কাগতিয়া দরবার। কিন্তু ওই ঘটনার পর থেকেই পুরো রাউজান দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।