পরীক্ষা দেয়নি, তবু ‘ফেল’ কলেজিয়েটের সেই ছাত্রটি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুল থেকে এবার ৪৭০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিলেও পাশ করে ৪৬৯ জন। বাকি যে একজন ফেল করেছে বলা হচ্ছে ওই শিক্ষার্থী পরীক্ষাতেও অংশ নিতে পারেনি— জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

পরীক্ষার কিছুদিন আগে ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে সাদ রহমান নামের ওই শিক্ষার্থী। পরীক্ষায় অংশ না নিলেও পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়ায় তার ফলাফল ঠিকই আসে।

কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাশ বলেন, আমাদের একজন শিক্ষার্থী পরীক্ষার কিছুদিন আগে মৃত্যু বরণ করে। ওই শিক্ষার্থীর ফলাফলই ফেল এসেছে। পরীক্ষায় অংশ নেয়া কোন শিক্ষার্থী ফেল করেনি।

পাশের হারে সেরাদের তালিকায় না থাকলেও বরাবরের মত সর্বোচ্চ জিপিএ ৫ নিয়ে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে রয়েছে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!