২০১৯ সালের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন বেলা একটা থেকে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম।
এর আগে গত ১৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
সিপি