অনার্স থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া চট্টগ্রামের মোহাম্মদ ওয়াসিম। সিজিপিএ অনুসারে তার প্রাপ্ত পয়েন্ট ২ দশমিক ৯৩। এ হিসেবে ওয়াসিম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
জানা গেছে, তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার রোল নম্বর ছিল ২২০৮৬৮৫, রেজিস্ট্রেশন নম্বর ১৯২২০২৩৬৮৭৯। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ঘোষিত ফলাফল অনুযায়ী শহিদ ওয়াসিম অনার্সে উত্তীর্ণ হয়েছেন। ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন সহপাঠীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ওয়াসিম। তিনি নগরীর প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম নিহত হন।
কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকার প্রবাসী শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে মেঝ ছেলে ওয়াসিম।
আরও জানা গেছে, ওয়াসিম মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পাস করেন। তারপর চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করে এবং একই কলেজে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন।
আরএ/ডিজে