পরিবেশ দূষণ ও প্রতিকার নিয়ে সেমিনার পার্কভিউ হাসপাতালে

পরিবেশ দূষণ ও প্রতিকার নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে এ সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ‘বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ সব ধরনের পরিবেশ দূষণ বাংলাদেশকে আঁকড়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে। কোনো প্রতিকার নেই, দূষণ বেড়েই চলেছে। বাংলাদেশে পরিবেশ দূষণ সব সীমা ছাড়িয়ে মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। এ থেকে পরিত্রাণ পেতে সকলকে সচেতন হতে হবে। পরিবেশ আইন লঙ্ঘন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’

পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. মোসলেম উদ্দিন, পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।

অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. এটিএম রেজাউল করিম।

অনুষ্ঠানের শেষে অতিথিরা ২০২৩ সালের জন্য পার্কভিউ হাসপাতাল নির্মিত পরিবেশ থিমভিত্তিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন। সেমিনারে ‘পরিবার দূষণ ও এর প্রতিকার’ নিয়ে গুরুত্বপূর্ণ নিবন্ধ উপস্থাপন করেন পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm