ছাড়পত্রের শর্তভঙ্গ করে, ছাড়পত্রবিহীন কারখানা পরিচালনা, ইটিপি অকার্যকর ও পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় ৮ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত নোটিশে চট্টগ্রাম প্রতিদিনকে জরিমানার বিষয়ে নিশ্চিত করা হয়।
যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে—
স্টার লুব লিমিটেডকে (সীতাকুণ্ড, চট্টগ্রাম) ছাড়পত্র না নেয়ায় ৫০ হাজার টাকা, ঝর্ণা ব্রিকস, (মীরসরাই, চট্টগ্রাম) আইন অমান্য করায় ৫০ হাজার টাকা, মাস্টার স্টিল রি-রোলিং মিলসকে (সীতাকুণ্ড চট্টগ্রাম) ছাড়পত্রের শর্তভঙ্গ করায় ২০ হাজার টাকা, ফাইবার ডেউটিনকে (মীরসরাই, চট্টগ্রাম) ৫০ হাজার টাকা, জিল্লুর রহমান ও ইজ্জত আলীকে (কক্সবাজার) পাহাড় কর্তনের দায়ে এক লাখ টাকা, আবুল কাশেম, (কক্সবাজার) পাহাড় কর্তনের দায়ে এক লাখ টাকা, সায়েদা খাতুন, (রামু, কক্সবাজার) পাহাড় কর্তনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ইটিপি অকার্যকর থাকায় নগরীর এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩০ অক্টোবর শুনানিতে হাজির থাকার নোটিশ দেয়া হয়। পরিবেশের নির্দেশ পালনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এসআর/এসএস