পরিবেশের ক্ষতি, সালেহ স্টিলের জরিমানা মাত্র সাড়ে ৩ লাখ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় মানমাত্রা বহির্ভূত ও অপরিশোধিত বায়ু ছেড়ে পরিবেশ দূষণের দায়ে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ নভেম্বর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অপরিশোধিত বায়ু নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর অধীনে ১২ নভেম্বর শুনানি শেষে স্ক্র্যাপ লোহা থেকে বিলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!