কক্সবাজার থেকে ঢাকা ইয়াবা নিয়ে যাওয়ার সময় পরিবহন কৌশল পাল্টে পটিয়ায় এসে গাড়ি পরিবর্তনের সময় ধরা পড়লো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমের হাতে। চট্টগ্রামের পটিয়ায় উপজেলার মনসা বাদামতল এলাকা থেকে ১১০০পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম নেয়ামত উল্লাহ (২৯)। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহ পরীরদ্বীপ ডেইল পাড়ার আব্দুল শুক্কুরের ছেলে। রোববার সকাল নয়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যরা তার পরনের জিন্স পেন্টের পকেট থেকে ১১০০ পিস ইয়াবা উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যাবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য পটিয়া মনসা বাদামতল এলাকায় নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেন্জ করে তার পরনের জিন্স প্যান্টে থাকা ১১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করি।
নেয়ামত উল্লাহর বিরুদ্ধে মাদক আইনে আমি নিজে বাদি হয়ে মামলা রুজু করেছি। আদালতের মাধ্যমে জেল তাকে হাজতে পাঠানো হয়েছে।
এসএস