চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে চিরতরে চলে গেল সাংবাদিক পুত্র অংকুর দাশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অংকুরের বাবা বলরাম দাশ অনুপম বলেন, দীর্ঘদিন ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল অংকুর। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে গতকাল ছাড়পত্র দিয়ে পাঠিয়ে দেন। রাতে শারীর অবস্থা অবনতি হলে ইউএসটিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭ টা ৩০ মিনিটে অংকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
মৃত্যুর আগে শিশু অংকুরের শরীরের অজ্ঞাত রোগ শনাক্তই করতে পারেনি চিকিৎসকরা। দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও চিকিৎসকরা তার রোগ শনাক্ত পারননি।
অংকুর দাশ চট্টগ্রাম প্রতিদিন কক্সবাজার স্টাফ রিপোর্টার বলরাম দাশ অনুপমের একমাত্র পুত্র।
সে কক্সবাজার শহরের পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
অংকুর দাশের মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম প্রতিদিন পরিবার।
এর আগে ১৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি ছিল অংকুর। সেখানে ব্রেইনে ইনফেকশন বলে জানায় চিকিৎসকরা। তারও আগে চট্টগ্রাম মেডিকেলেও দীর্ঘদিন ভর্তি ছিল শিশু অংকুর দাশ।
আরএম/এমএফও