পরকীয়ার জেরে বসতঘরে প্রেমিকের আগুন, ১৩ ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালীতে পরকীয়া প্রেমের জেরে প্রেমিকার বসতঘরে আগুন দিয়েছে প্রেমিক। এতে প্রায় ১৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক গৃহবধূ আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—একই এলাকার মৃত লেদু মিয়ার ছেলে মুহাম্মদ মিয়া, মুহাম্মদ এহছান, মৃত সিরাজ মিয়ার ছেলে মুহাম্মদ কালু, মৃত নবাব আলীর ছেলে মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ ইসহাক, মৃত কালু মিয়ার ছেলে মুহাম্মদ করিম, মৃত ইসলাম মিয়ার ছেলে মুহাম্মদ জামাল, মুহাম্মদ কবির, আবদু ছত্তার, আবদু ছবুর, মৃত আবদুল্লাহর ছেলে মুহাম্মদ হারুন।

এদিকে বুধবার সকালে প্রেমিক মো. বাবুলকে (২৭) আটক করে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৫ লাখ টাকা হবে। এ ঘটনায় গৃহবধূ সালেহা বেগম আহত হয়েছেন। গ্রামবাসী সনাতন পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের দল শেষ মুর্হূতে গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ বলেন, জয়নগর পাড়ার আব্দুল করিমের স্ত্রী ইয়াসমিনের সময় দীর্ঘদিন ধরে একইপাড়ার মো. হারুনের ছেলে মো. বাবুলের পরকীয়া চলে আসছিল। আব্দুল করিম সাগরে মাছ ধরার পেশায় নিয়োজিত থাকার সুযোগে এই পরকীয়া হতো। এনিয়ে দীর্ঘদিন ধরে পাড়ায় শালিশী বৈঠক হয়।

১০ ডিসেম্বর মঙ্গলবার সকালেও পরকীয়ার জের ধরে মো. বাবুল ও আব্দুল করিমের স্ত্রী’র ঘটনা নিয়ে পাড়ায় ঝগড়া-বিরোধ হয়। ঘটনার পর আব্দুল করিমের স্ত্রী ইয়াসমিন বাপের বাড়ি বারুলিয়া পাড়া চলে যায়। এই ঘটনার রেশ ধরে মঙ্গলবার ভোর রাতে মো. বাবুল আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রচার হয়। কেননা, প্রায় সময় মো. বাবুল শালিশী বৈঠকে আগুন লাগিয়ে ঘর পুড়ে দেওয়ার হুমকি দিতো।

তিনি বলেন, ১৩ বসতঘর পুড়ে ছাই হয়ে যাবার পর ঘটনাস্থলে বুধবার দুপুরে পুলিশ আসলে উত্তেজিত জনতা মো. বাবুলকে পুলিশের হাতে তুলে দেয়। অগ্নিকাণ্ডে মো. বাবুলের ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। বাবুল একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা।

বাঁশখালী থানার এসআই দয়াল ভৌমিক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গেলে উত্তেজিত জনতা মো. বাবুল নামের এক ব্যক্তিকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে দুপুরে পুলিশের হাতে তুলে দেয়। প্রকৃত ঘটনা তদন্ত করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm